শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপিরবাড়ী এলাকায় পরিকল্পিত ভাবে পল্লী বিদ্যুৎ ঠিকাদার মো. সামসুল মোড়লকে প্রাইভেটকার চাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার টেপিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় টেপিরবাড়ী এলাকার মৃত চান মিয়া মোড়লের ছেলে মো. সামসুল মোড়ল বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ কারী মো. সামসুল মোড়ল জানান, আমি মোটরসাইকেল যোগে ভালুকা পল্লী বিদ্যুৎ অফিসে যাওয়ার পথে আকন্দ টেক্সটাইল রোড় দিয়ে এমসি বাজারের পূর্ব পাশে ইউনিয়ন মোড় নামক স্থানে গেলে আমাকে প্রাইভেটকার গাড়ী স্বজোরে ধাক্কা মারে। আমার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে। আমার মোটরসাইকেল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবং আমাকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটাইয়াছে। এবিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।