শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। তবে প্রতিপক্ষ বলছে দীর্ঘদিন যাবত এই জমি তাদের দখলে রয়েছে। শ্রীপুরে পৌর এলাকার বেড়াদেরচালা লেচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলো, বেড়াদেরচালা গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে হাশেম,মৃত আবু মুসার ছেলে মোতালেব হোসেন, আজাহারুল হকের ছেলে হারুন অর রশিদ। অভিযুক্তরা হলো, বেড়াদেরচালা এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে মোজাম্মেল হক টুনু। ভুক্তভোগী মোতালেব জানান, কেওয়া মৌজার এস এ খতিয়ান নং ৯৩৮ ও আর এস খতিয়ান নং ৩৬৩ যাহার এসে দাগ নং ১২৩৫ ও আর এস দাগ নং ১০৫৩১, ১০৫১১ মোট চালা জমি ২২৩ শতাংশ কাতে ৫২.৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। আমাদের জমিতে জোড়পূূবক ভাবে অভিযুক্তরা বাড়ি নির্মান করছে। এ ব্যাপারে আদালতে মামলা রয়েছে। তারা আদালতের আদেশ অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে। এবিষয়ে মোজাম্মেল হক টুনু বেপারী বলেন, এই জমি নিয়ে কোন বিরোধ নেই। এটা আমাদের পৈত্রিক সম্পত্তি। আমার দাদা এবং বাবার কাছ থেকে আমরা পেয়েছি। আমরা ভোগ দখলে আছি। গতকাল পুলিশ এসে কি কারনে আমাদের কাজে বাধা প্রধান করেছে জানিনা। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ বন্ধ রেখেছি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মন্ডল জানান, শুনেছি জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।