আব্দুল কাদির শ্রীপুর প্রতিনিধি
একাধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক, উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন, সঙ্গে আরও ৮টি ইউনিয়নের ভার—প্রায় দেড় বছরে তিনি যেন এক জীবন্ত ম্যাজিশিয়ান। অনেকেই জানেন না, দিনের পর দিন তিনি দুপুরের খাবার পর্যন্ত খান না। সকাল থেকে গভীর রাত—শত শত ফাইল, উন্নয়নকাজের তদারকি, প্রতিদিন হাজার খানেক ফোন রিসিভ—একজন মানুষের স্বাভাবিক দৈনন্দিন রুটিন বলতে কিছুই নেই। পরিবার-পরিজনকে আড়ালে রেখে অমানুষিক পরিশ্রম করে যাচ্ছেন শুধুই দায়িত্ববোধ থেকে। এই মানুষটির ব্যক্তিগত চাওয়া কিছুই নেই—একটাই স্বপ্ন, শ্রীপুর উপজেলার প্রতিটি নাগরিক ভালো থাকুক, উন্নয়নের আলোয় এগিয়ে যাক। আত্নসম্মান নিয়ে সরকারী দায়িত্বপালন। এমন নিষ্ঠা, এমন ত্যাগ সত্যিই বিরল। স্যালুট ব্যারিস্টার সজিব আহমেদ—আপনি দায়িত্বের মানদণ্ডকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন
