ePaper

‘শ্রম আইনে তৈরি পোশাক শিল্পের সব শ্রমিককে অন্তর্ভুক্ত করা হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক

শ্রম আইন সংশোধনীতে তৈরি পোশাক শিল্পের ভ্যালু চেইনে কর্মরত সাব-কন্ট্রাক্টিং, পিস-রেট, গৃহভিত্তিকসহ সব শ্রমিককে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

সোমবার (২৩ জুন) ঢাকার দ্যা ডেইলি স্টার কার্যালয়ের আজিমুর রহমান কনফারেন্স হলে ‘পোশাক শিল্পের ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত অপ্রাতিষ্ঠানিক গৃহভিত্তিক নারী শ্রমিকদের বর্তমান অবস্থা: ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর বর্তমান সংশোধনীতে তৈরি পোশাক শিল্পের ভ্যালু চেইনে কর্মরত সাব-কন্ট্রাক্টিং, পিস-রেট, গৃহভিত্তিকসহ সব শ্রমিককে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের লক্ষ্য সব সেক্টরের শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা।

তিনি বলেন, সাড়ে সাত কোটি শ্রমিকের অংশ এই ভ্যালু চেইনের ভালনারেবল শ্রমিকদের সোশ্যাল প্রোটেকশন নিশ্চিত করা হবে। ট্রেড ইউনিয়নগুলোকে এই ঝুঁকিপূর্ণ শ্রমিকদের সংগঠিত করতে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) শাহ আবদুল তারিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্প অফিসার নার্গিস সুলতানা জেবা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক সাবিহা মুক্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *