পিযুষ কুমার বিশ্বাস
বৈষম্যহীন সমাজ ও সর্বজীবের শান্তি কামনা- প্রতিপাদ্য সামনে রেখে রাজধানীর শ্যামলী ২নং রোডে ঐতিহ্যবাহী বিশ্বাস পরিবারের বাগানবাড়ির রাধা-গোবিন্দ মন্দির কমিটির পূজামন্ডপে সারম্বরে সার্বজনীন দীপাবলী উৎসব ও কালী পুজা পালিত হয়েছে। শ্যামলী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি ও বিশ্বাস পরিবারের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার শুধাংশু চন্দ্র বিশ্বাস এবং বিশ্বাস পরিবারের আরেক সদস্য বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) ও বুড়িগঙ্গা বাচাঁও আন্দোলনের অন্যতম নেতা মিহির বিশ্বাস এর সার্বিক ত্বত্তাবধানে- গতকাল সোমবার, বাৎসরিক দীপাবলী উৎসব ও কালী পুজা অতীব উৎসাহ ঊদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি পরিবেশবিদ মিহির বিশ্বাস। এছাড়াও বক্তব্য প্রদান করেন সার্বজনীন কালীপুজা উৎযাপন পরিষদের সন্মানিত সদস্যবৃন্দ ও স্থানীয়, গন্যমান্য ব্যাক্তিবর্গ। অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্যদিয়ে পুজাটি পালিত হয়েছে। আগত ভক্তদের পদচারনায় উৎসব স্থানটি প্রানবন্ত হয়েছিল। মিহির বিশ্বাস বলেন, যেহেতু আমাদের দেশটি একটি সম্প্রীতির দেশ, সেহেতু আমাদের মধ্যে একটা সদভাব আছে, সম্প্রীতি আছে, একজন আরেকজনকে যে আপন মনে করার যে একটি বিষয় সেটা কিন্তু আমাদের কমিউনিটিসহ গোটা দেশটাতেই রয়েছে। সভাপতি প্রকৌশলী ইঞ্জিনিয়ার শুধাংশু চন্দ্র বিশ্বাস সকলকে দীপাবলী শুভেচ্ছা জানিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের লোকেদের উদ্দেশ্য বলেন, আপনারা নিজেদেরকে কেন সংখ্যালঘু বলবেন, আপনারা প্রত্যেকেই এই দেশের নাগরিক। এটাই হচ্ছে প্রথম পরিচয়। তারপরেও রাজনীতি আসে, রাজনীতি জনগনকে বিভক্ত করে। রাজনীতি নিজের স্বার্থে জনগনকে ব্যবহার করে। তারপরে যখন যে ক্ষমতায় যায় তখন আর আমাদের কথা মনে রাখে না। বিচ্ছিন্ন কিছু ঘটনায় যখন কোন মানুষ কিংবা সম্প্রদায়কে ধর্ম কিংবা লিংঙ্গ পরিচয়ে বৈষম্যের শিকার হতে হয়, তখন আমাদেরকে সেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে হয়। এইজন্য আমরা এই দেশটাকে পাইনি। আমরা সব ধর্মের সকল অনুসারীরা যাতে সমান অধিকার নিয়ে এই দেশটাতে থাকতে পারি এবং সর্বদাই সম্প্রীতি বজায় রাখতে পারি সে বিষয়ে দেশবাসী সকলকে সমান দ্বায়িত্ব নিতে হবে। পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
