ePaper

শ্যামনগরে বিষ প্রয়োগে পাচ লাখ টাকা মাছ নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন

রবিউল ইসলাম (সাতক্ষীরা) শ্যামনগর

শ্যামনগর হরিনগর এলাকায় মৎস্য ঘেরে পুর্ব শুত্রুতার জের ধরে বিষ প্রয়োগে পাচ লাখ টাকার মাছ নষ্ট করার অভিযোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবে ক্ষতিগ্রস্ত ঘের মালিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সুবিচারের দাবীতে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন। গতকাল সোমবার সকালে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলার ছোটভেটখালী গ্রামের শুকোর আলী গাইনের পুত্র রাশিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ছোট ভেটখালী এলাকার আব্দুল মাজেদ গাইন, সাইদুর সরদার, মন্জুর আলম সহ আরো অনেকে দীর্ঘদিন ধরে আমাদের পৈত্রিক সুত্রে হরিনগর মৌজার ৩৭৫ নং খতিয়ানের ৩.৩৩ একর জমি শান্তিপূর্ন ভাবে মৎস্য ঘের পরিচালনা করে আসতেছিলাম কিন্তু, তারা আমাদের ভোগ দখলী মৎস্য ঘেরটি জবর দখলের লক্ষে বিভিন্ন ষড়যন্ত্র করে আসতেছিল। বিষয় বুঝতে পেরে আমরা গত ০৬/১০/২৪ তারিখে শ্যামনগর থানায় ২৪১ নং একটি সাধারন ডায়েরী করি। বিষয় টি জানতে পেরে উপরোক্ত প্রতিপক্ষরা দলবদ্ধ ভাবে গত ২৮/০২/২৫ তারিখে প্রকাশ্যে বিষ প্রয়োগ করে আমাদের মৎস্য ঘেরের প্রায় পাচ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় আমি রাশিদুল ইসলাম বাদী হয়ে উপরোক্ত ব্যক্তিদের শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা ক্ষতিগ্রস্ত পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসাশনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। এ সময় আরো উপস্থিত ছিলেন ওই এলাকার, মহাসিন আলম, মনিরুল ইসলাম, মফিজুর রহমান, রশিদ কাগুচী, মো. মনিরুল ইসলাম, মহাসিন কাগুচী, ফজের আলী গাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *