ePaper

শ্যামনগরে গর্ব রেহানা ও ষষ্ঠীকে রিপোর্টার্স ক্লাবের সংবর্ধনা প্রদান

শেখ হাসান গফুর, সাতক্ষীরা

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্তে পৌঁছে শ্যামনগরের নাম উজ্জ্বল করা নারী হকি খেলোয়াড় রেহানা ও ষষ্ঠীকে সংবর্ধনা প্রধান করেছে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব। বুধবার সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেওয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি চীনের দাজহু শহরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ নারী হকি দল তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক লাভ করে। ঐতিহাসিক এই দলে শ্যামনগরের হায়বাতপুর গ্রামের কওছার আলীর মেয়ে রেহানা ও কাশিমাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা শুকান্ত রায়ের মেয়ে ষষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের এই অর্জন হকির ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস কে সিরাজ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সম্পাদক জি এম মনিরুজ্জামান (মিশুক), সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, অর্থ সম্পাদক রাইসুল মিথুন, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সদস্য রাজু আহমেদ, সদস্য হাবিবুল্লাহ বেলালী, আবু ঈসা, আব্দুর রহিম সহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা। উক্ত অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ বলেন, রেহানা ও ষষ্ঠী শুধু শ্যামনগরের নয়, পুরো বাংলাদেশের গর্ব। তারা বিশ্বমঞ্চে দেশের পতাকা সমুন্নত রেখেছেন। খেলাধুলায় নারী অংশগ্রহণ বাড়ানো এবং প্রতিভা বিকাশে সরকারের পাশাপাশি স্থানীয়ভাবে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে রেহানা ও ষষ্ঠী তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, এই সম্মাননা আমাদের অনুপ্রেরণা যোগাবে। আমরা আরও ভালো খেলার চেষ্টা করব এবং দেশের জন্য আরও বড় অর্জন নিয়ে আসব। সংবর্ধনা শেষে ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের পরিবারের প্রতি শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *