রবিউল ইসলাম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা শ্যামনগর কৈখালী ইউনিয়নে লোনা পানির আগ্রাসনে বিপর্যস্ত হয়ে পড়েছে শত শত কৃষক পরিবার। ইউনিয়নের পরানপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার ‘নিদয় অবদা গেট’ দিয়ে অবৈধভাবে নোনা পানি প্রবেশ করানোর ফলে ধ্বংসের মুখে পড়েছে হাজার বিঘা জমির ধান ও অর্থকরী ফসল তরমুজ।? সরেজমিনে দেখা যায়, সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে একদল অসাধু ব্যক্তি বেড়িবাঁধের স্লুইস গেট ব্যবহার করে লোনা পানি জনপদে ঢুকিয়ে দি”েছ। এতে করে ওই অঞ্চলের বিস্তীর্ণ কৃষি মাঠের উর্বরতা নষ্ট হ”েছ। লোনা পানির তীব্রতায় ইতিমধ্যে ধান চাষের জমি অনুপযোগী হয়ে পড়েছে এবং তরমুজ চাষিদের কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।¯’ানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, “আমরা হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে মাঠে ফসল ফলিয়েছি। কিš‘ লোনা পানি ঢোকানোর কারণে আমাদের সব স্বপ্ন এখন পানির নিচে। এই লোনা পানি শুধু আমাদের ফসল মারছে না, আমাদের জীবন-জীবিকাকেও পঙ্গু করে দি”েছ। আমরা এখন নিরূপায় হয়ে পড়েছি।”কৃষি বিশেষজ্ঞদের মতে, ধান ও তরমুজ চাষের জমিতে একবার লোনা পানি ঢুকলে সেই জমির উর্বরতা ফিরে পেতে কয়েক বছর সময় লাগে। এতে করে ওই এলাকার শত শত পরিবার ¯’ায়ীভাবে খাদ্য ও অর্থনৈতিক সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছে।এলাকার অসহায় মানুষগুলো এই অবৈধ লোনা পানি বন্ধে পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন। তারা অবিলম্বে ‘নিদয় অবদা গেট’ দিয়ে পানি ঢোকানো বন্ধ এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায়, বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী।
