শফিকুল ইসলাম (রাজশাহী) পুঠিয়া
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিমা তৈরিতে রং তুলির কাজ করতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। চলতি বছর রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় ৫৪টি পূজা মন্ডপে পূজা উদযাপিত হবে। সেই লক্ষে প্রতিমা শিল্পীরা যেমন রং তুলির কাজ করতে ব্যস্ত সময় পার করছেন, তেমনি পুজা উদযাপনের জন্য মন্দির সাজানো সহ সব ধরণের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন মন্দির কমিটির সদস্যরা। আর নিরাপত্তার জন্য কাজ করছে পুলিশ প্রশাসন। জানা গেছে, সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেযে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ বছর রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় পৌরসভাসহ ৫ টি ইউনিয়নে মোট ৫৪টি পুজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। এ উপলক্ষে মন্দিরে মন্দিরে চলছে চলছে প্রতিমা তৈরীর কাজ। ব্যস্ত সময় পার করছেন মন্ডপ তৈরীর কারিগররা। ইতিমধ্যে দুর্গা প্রতিমা গুলোকে কাদা-মাটি, বাঁশ, খড়, সুতা দিয়ে শিল্পীর ছোয়ায় তিলতিল করে গড়ে তোলার পর শুরু করেছে রং তুলির করার কাজ। সরেজমিনে দেখা গেছে, মন্দিরগুলো সুদৃশ্য বিশাল প্যান্ডেল, তোরণ এবং বর্ণাঢ্য আলোক সজ্জায় সজ্জিত করা হচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্টী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল দেবী বন্দনা, চলবে ৫দিন। আর ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয় দশমীর মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতিমাকে বিসর্জন দেওয়ার মাধ্যমে শেষ হবে পূজার পর্ব। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পুঠিয়া শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী বলেন, এবার ৫৪ টি পুজা মন্ডপে পুজা উদযাপিত হবে। শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরি প্রায় শেষ পর্যায়, আলোকসজ্জাসহ যাবতীয় কাজ সম্পন্ন করার কাজ করছে মন্দির পরিচালনা কমিটি। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, ইতিমধ্যে পূজা পরিচালনা কমিটি নেতৃবৃন্দের সাথে আমাদের এসপি স্যার সভা করে দিক নির্দেশনা প্রদান করেছেন। আমরাও থানায় সভা করেছি। বর্তমানে সকল ধরনের নিরাপত্তার জন্য পুলিশের চৌকস দল নিয়োজিত থাকবে, ইতিমধ্যেই পূজা মন্ডপগুলোতে পুলিশ টহল দিচ্ছে, পূজা চলাকালীন সময়ে প্রতিটি মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে পুঠিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শিবু দাস জানান, ইতিমধ্যে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে সভা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা প্রদান করেছেন তা তাদের জানানো হয়েছে। আর পূজা পরিচালনা কমিটির সেচ্ছা সেবকের পাশাপাশি পুলিশ প্রশাসন কাজ করছে।
