ePaper

শেল্‌টেক্‌ সিরামিকস পেলো এসডিজি সম্মাননা

ডেস্ক নিউজ

শেল্‌টেক্‌  সিরামিক্স লিমিটেড ২০২৫ সালের এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-এ “সেরা টেকসই রিয়েল এস্টেট কোম্পানি – বিল্ডিং ম্যাটেরিয়াল” ক্যাটাগরিতে সম্মানসূচক মনোনয়ন পেয়েছে।

এ স্বীকৃতি প্রতিষ্ঠানটির দায়িত্বশীল উৎপাদন, পরিবেশবান্ধব কার্যক্রম ও টেকসই উদ্ভাবনের অঙ্গীকারকে তুলে ধরে। বাংলাদেশের সবচেয়ে উন্নত সিরামিক টাইল উৎপাদনকারী কারখানায় পরিচ্ছন্ন শক্তি ব্যবহার, পানির দক্ষ ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতির মাধ্যমে দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে অবদান রাখছে শেল্‌টেক্‌ সিরামিকস। উচ্চমানের ইউরোপীয় যন্ত্রপাতি দিয়ে সজ্জিত এই কারখানায় নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। নদীর ধারে নিজস্ব ঘাট সুবিধার মাধ্যমে লজিস্টিক্স ও পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠানটির পণ্য বিতরণের ক্ষেত্রে সকল প্রকার দূষণ থেকে বিরত রাখে, যা সরাসরি পর্যবেক্ষণ করা হয়।

শেল্‌টেক্‌  সিরামিকসের এমন সম্মানসূচক মনোনয়ন টেকসই নির্মাণের যাত্রায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে বিশ্বাস, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *