ePaper

শেরপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

মো.মনিরুজ্জান মনির: শেরপুর

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা সভাপতিত্ব করেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল সঞ্চালনা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, জিএম আজফার বাবুল, মনিরুজ্জামান রিপন, সুলতান আহমেদ ময়না, নাঈম ইসলাম, জাহিদুল হক মনির মো.জিয়াউল হক, প্রমুখ। বক্তারা বলেন, গত ফ্যাসিস্ট শাসনামলের দেড় দশকে সাংবাদিক সাগর-রুনীসহ ১১৭ জন পেশাজীবী হত্যার শিকার হয়েছেন। গত ৩০ বছরে নিহত হয়েছেন ৩৫ জন গণমাধ্যমকর্মী। এসব ঘটনার অধিকাংশেরই সুষ্ঠু বিচার হয়নি, যা অবিচারের শামিল। তারা বলেন, বিলম্বিত বিচার মানেই বিচারহীনতা। বক্তারা আশা প্রকাশ করেন, অন্তবর্তী সরকার সাংবাদিক হত্যার বিচার করে দেশে দৃষ্টান্ত স্থাপন করবে। মানববন্ধনে শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলামসহ জেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *