ePaper

শেরপুরে ভারতীয় মদসহ মাদক চোরা কারবারি গ্রেফতার

মো. জিয়াউল হক, শেরপুর

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকা থেকে মিনি পিক-আপে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৬০ বোতল মদ সহ মো. আনিছ (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার ভোর ৬টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মৃত কাশেম আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম, এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকার হযরত মেম্বারের নির্মানাধীন বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে পিকআপে থাকা ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৬০ বোতল মদসহ মাদক কারবারি মো. আনিছকে  আটক করে ডিবি। উদ্ধারকৃত মদের দাম আনুমানিক ১লাখ ৮০হাজার টাকা। ডিবি’র (ওসি) সালেমুজ্জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আনিছ এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় রবিবার দুপুরে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *