মো. মুনিরুজ্জামান, শেরপুর
গতকাল সোমবার শেরপুর অনুষ্ঠিত হলো দুর্নীতি দমন কমিশন দুদকের গণশুনানী। জেলা প্রশাসনের আয়োজনে এই গনশুনানীতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন দুদকের মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী। জেলা প্রশাসক মহোদয়ের সঞ্চালনায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত অভিযোগ সমুহ মাননীয় কমিশনার মনোযোগ সহকারে শুনেন এবং পরবর্তী কার্যক্রমের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। কিছু অভিযোগের কোন ভিত্তি না থাকায় সরাসরি বাতিল করে দেন। এক অভিযোগের শুনানীকালে শেরপুর সদর উপজেলার জংগলদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা নাসরিনকে দুদক কমিশনার মহোদয় “আপনি একজন খান্নাস” বলে তিরস্কার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গণশুনানি চলমান ছিল।
