ePaper

শেফালির শূন্যতায় ভেঙে পড়েছেন স্বামী, কষ্ট কমাতে নিলেন বিশেষ সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক

‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু পর স্বামী পরাগ ত্যাগী মানসিকভাবে ভেঙে পড়েছেন। প্রিয়তমার শূন্যতা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। শেফালিকে প্রতিনিয়ত পাশে অনুভব করতে, চোখের সামনে ধরে রাখতে নিজের ঘরের প্রায় প্রতিটি দেয়াল ঢেকে ফেলেছেন স্ত্রীর নানা ছবিতে; কষ্ট ভুলে থাকার এই বিশেষ উপায়ই খুঁজে নিয়েছেন পরাগ। ৪২ বছর বয়সি শেফালির আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। হঠাৎ হৃদরোগ না কি রক্তচাপজনিত জটিলতা—এখনও নিশ্চিত নয় কেউ। তবে পরাগ ত্যাগীর কাছে এই শূন্যতা অসহনীয়; স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন পরাগ। বলছেন, ‘শেফালি ছাড়া প্রতিটা দিন অসম্ভব হয়ে উঠছে।’

মাত্র কিছুদিন আগেও, ২৭ জুনের আগের সন্ধ্যায়— যিনি ছিলেন ঘরের প্রতিটি কোণে, পরদিন সকালেই তার আর কোনো অস্তিত্ব নেই— এই বাস্তবতা মানতেই পারছেন না পরাগ। সংসার ছিল ছোট্ট, শুধু পরাগ, শেফালি আর তাদের প্রিয় পোষ্য সিম্বা। এখন সেই ঘরটাই যেন ফাঁকা, প্রাণহীন। সামাজিক মাধ্যমে স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো শেয়ার করছেন পরাগ। সর্বশেষ নিজের বাড়ির অন্দরমহলের ছবি দিয়ে লিখেছেন,‘আমি হয়তো তোমাকে জড়িয়ে ধরতে পারব না। কিন্তু আমার হৃদয়ে যেমন তুমি থাকবে, তেমনই আমার চোখের সামনে তুমি সর্বক্ষণ থাকবে। চেষ্টা করছি এই শূন্যতার সঙ্গে মানিয়ে নিতে। আমার পরী আমার চারপাশেই আছে। আমার প্রতি দেহের কোষে তুমি আছ। ওর জন্য প্রার্থনা করবেন সকলে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *