ePaper

শুধু সাইফ আলি খানই নয়, সোহা-কুণালের বাড়িতেও হানা দিয়েছিল চোর

বিনোদন ডেস্ক

চলতি বছরের জানুয়ারিতে সাইফ আলি খান ও করিনা কাপুর খানের মুম্বাইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। সে সময় পরিবারকে বাঁচাতে গিয়ে ছুরি দিয়ে আঘাতপ্রাপ্ত হন সাইফ। অল্পের জন্য তার প্রাণ বেঁচে যায়। এরপর থেকে তার বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। সম্প্রতি সাইফের বোন সোহা আলি খান একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তার নিজের বাড়িতেও একবার চোর ঢুকে পড়েছিল। পরে তার স্বামী কুণাল খেমু পরিস্থিতি সামলে নেন।

সোহা আলি খান বলেন, মুম্বাইয়ে আমাদের বাড়িতে চুরি হয়েছিল। ভাইয়ের (সাইফের) নয়, আমার নিজের বাড়িতে চুরি হয়েছিল। কুণাল চোরটিকে ধরে থানায় দিয়ে এসেছিল। চোরটি আমাদের বেডরুমে ছিল। ভোর ৪টা বাজে, আমরা তখন ঘুমচ্ছিলাম। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। তখন কুণালের হাতে ব্যান্ডেজ ছিল, কারণ একটা ছবির শুটিংয়ের সময় তার আঙুলে চোট লেগেছিল।

তিনি আরও বলেন, কুণাল উঠে গিয়ে দেখতে গেল, শোয়ার ঘরের পর্দা সরাতেই দেখে একটা পূর্ণবয়স্ক লোক ঘাপটি মেরে দাঁড়িয়ে রয়েছে সেখানে। কুনাল তখন চোরটিকে লাথি মারে এবং দু’জনেই গিয়ে ব্যালকনিতে পড়ে যায়। আমি তখন পুলিশে ফোন করি। পরে কুণাল ফিরে এসে বলল, ‘আমার মনে হয়, ও মরে গিয়েছে।’ পরে দেখা গেল, সে মরেনি, তবে ব্যাক পেইন হচ্ছিল, কারণ সে ব্যালকনি থেকে নীচে পড়ে গিয়েছিল। প্রসঙ্গত, ২০০৯ সালে সিনেমার শুটিংয়ের সময় সোহা ও কুনাল প্রথম একে অপরের সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে বন্ধুত্ব থেকেই জন্ম নেয় ভালোবাসা। এরপর ২০১৪ সালে বাগদান সারেন এবং ২০১৫ সালের ২৫ জানুয়ারি এক প্রাইভেট অনুষ্ঠানে বিয়ে করেন তারা। ২০১৭ সালে জন্ম হয় তাদের কন্যা ইনায়া নাওমি খেমুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *