ePaper

শীতের সকালে জয়া বললেন, কৃষি জীবনই শ্রেষ্ঠ

বিনোদন ডেস্ক:
শীতের সকালে প্রকৃতির নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে কৃষির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করলেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি তিনি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে এক সবজির ক্ষেতে কাজ করতে দেখা যাচ্ছে।

ভিডিওতে জয়া আহসান বাংলার কৃষকদের মতোই হাতে কাস্তে নিয়ে বিভিন্ন শস্য সংগ্রহ করছেন। ফুলকপি, ধনেপাতা, শালগমসহ অন্যান্য সবজি কাস্তে দিয়ে যত্নসহকারে সংগ্রহ করতে দেখা গেছে তাকে।

এই মুহূর্তের ক্যাপশনে জয়া লিখেছেন, “ময়লায় হাত, মাথায় রোদ, প্রকৃতির সঙ্গে হৃদয়, কৃষি জীবনই শ্রেষ্ঠ”। তার এই মন্তব্য কৃষি জীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে, যা তাকে আরো কাছাকাছি এনে দেয় প্রকৃতির সঙ্গে।

জয়া আহসানের এই শীতকালীন অভিজ্ঞতা প্রকৃতির সঙ্গে একাত্মতা ও কৃষির অমূল্য মূল্যবোধের প্রতি তার শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *