ePaper

শীতের সকালে চমকে দিলেন জয়া: রাজা রবি বর্মার শিল্পকর্মে অনুপ্রাণিত ফটোশুট

শীতের সকালে চমকে দিলেন জয়া: রাজা রবি বর্মার শিল্পকর্মে অনুপ্রাণিত হয়ে শীতের সকালে ফটোশুট করেছেন জয়া আহসান। শৈল্পিক পোশাক ও অনন্য ভঙ্গিমায় ছবিটি জয়ার নতুন সৃজনশীলতা প্রকাশ করে।
শীতের সকালে চমকে দিলেন জয়া! প্রখ্যাত চিত্রকর রাজা রবি বর্মার শিল্পকর্মের প্রেরণায় ফটোশুট করেছেন জয়া আহসান। ছবি পোস্ট করে অন্তর্জালে ঝড় তুলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

শীতের সকালে চমকে দিলেন জয়া আহসান। নতুন থিমে সাজানো ফটোশুটের ছবি শেয়ার করে অন্তর্জালে ঝড় তুলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। আজ শুক্রবার সকালে জয়া তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে একগুচ্ছ শৈল্পিক ছবি পোস্ট করেন, যা ঘণ্টা না পেরোতেই ১১ হাজারের বেশি রিঅ্যাকশন কুড়িয়েছে।

রাজা রবি বর্মার শিল্পকর্ম থেকে অনুপ্রেরণা

ছবিগুলোর প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। জয়া জানিয়েছেন, বিখ্যাত চিত্রকর রাজা রবি বর্মার চিত্রকর্মের অনুপ্রেরণায় ফটোশুটটি করেছেন তিনি। ছবিগুলোর মাধ্যমে পুরোনো শিল্পকর্মকে আধুনিক ধাঁচে তুলে ধরার চেষ্টা করেছেন। জয়া নিজেই জানিয়েছেন, এটি তাঁর নতুন একটি শৈল্পিক অভিজ্ঞতা।

অন্তর্জালে দারুণ সাড়া

জয়ার শেয়ার করা ছবিগুলো অন্তর্জালে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র এক ঘণ্টার মধ্যেই পোস্টে ১১ হাজারের বেশি রিঅ্যাকশন এবং অসংখ্য মন্তব্য জমা পড়েছে। অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্যের ঘর। কেউ লিখেছেন, “আপনার মতো শৈল্পিক মানুষ আমাদের গর্ব”, আবার কেউ মন্তব্য করেছেন, “অসাধারণ, এই ফটোশুট যেন শিল্পের নবজাগরণ।”

‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমার সাফল্য

এই মুহূর্তে জয়া আহসানের সময়টা বেশ ভালো যাচ্ছে। কয়েক দিন আগেই জানা গেছে, তাঁর অভিনীত সিনেমা ‘পুতুল নাচের ইতিকথা’ জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রটারড্যাম চলচ্চিত্র উৎসবে। এমন অর্জনে অনুরাগীদের পাশাপাশি দেশের সিনেমাপ্রেমীরাও উচ্ছ্বসিত।

শৈল্পিক ভাবনা ও জয়ার উপস্থিতি

জয়া আহসান বরাবরই ভিন্নধর্মী শৈল্পিক কাজের জন্য পরিচিত। তাঁর এই নতুন ফটোশুটও তা প্রমাণ করে। ছবিগুলোর পোশাক, মেকআপ এবং পোজ সবকিছুতেই আছে একটি শিল্পভাবনা, যা রাজা রবি বর্মার কাজকে সমসাময়িক রূপে তুলে ধরেছে।

জয়ার এমন প্রচেষ্টাগুলো শুধু অনুরাগীদের মুগ্ধই করছে না, বরং শিল্প ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর ভালোবাসার প্রমাণও দিচ্ছে। তাঁর প্রতিটি কাজ যেন নতুন এক বার্তা নিয়ে আসে।

ফোকাস কিপওয়ার্ড: শীতের সকালে চমকে দিলেন জয়া
মেটা টাইটেল: শীতের সকালে চমকে দিলেন জয়া, রাজা রবি বর্মার অনুপ্রেরণায় ফটোশুট
মেটা বর্ণনা: শীতের সকালে চমকে দিলেন জয়া আহসান। রাজা রবি বর্মার শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে নতুন থিমে ফটোশুট করেছেন। মাত্র ১ ঘণ্টায় ছবিগুলো ১১ হাজার রিঅ্যাকশন কুড়িয়েছে।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *