নিজস্ব প্রতিবেদক
আগামী পৃথিবী হবে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। এই বাস্তবতায় শিক্ষার্থীদের নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানচর্চায় উৎসাহী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। শিশু-কিশোরদের বিজ্ঞানের আলোয় আলোকিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (৩০ জুন) রাত ৮টায় রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে দ্য ম্যাসেজ পাবলিকেশন্স আয়োজিত ‘ছোটদের বিজ্ঞান সিরিজ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বহুদিন ধরে ইসলাম ও বিজ্ঞানের মধ্যে বিরোধের ভুল ধারণা ছড়ানো হয়েছিল। অথচ ইতিহাস সাক্ষ্য দেয়, ইসলাম ও বিজ্ঞান কখনোই সাংঘর্ষিক নয়। আমাদের প্রজন্ম এখন সফলভাবে এ দুই শিক্ষাকে একত্রে ধারণ করছে।
মাওলানা হালিম বলেন, শুধু ধর্মীয় জ্ঞান নয়, আমাদের শিশু-কিশোরদের বিজ্ঞানের আলোয় আলোকিত করতে হবে। নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের বিজ্ঞানমনস্ক হয়ে ওঠা জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ১০ খণ্ডের ছোটদের বিজ্ঞান সিরিজ প্রকাশ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষা দিতে পারলেই ভবিষ্যতে আমরা একটি উন্নত, নৈতিকতাভিত্তিক ও প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো।
বিশেষ অতিথির বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, একসময় মুসলমানরাই বিশ্বজুড়ে জ্ঞান-বিজ্ঞান ও সংস্কৃতির অগ্রদূত ছিলেন। সেই গৌরব আবার ফিরিয়ে আনতে হলে আমাদের প্রজন্মকে বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. মোহাম্মদ রেজাউল করিম, আমির আব্দুর রহমান মূসা, মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।
বক্তারা শিশু-কিশোরদের উপযোগী মানসম্মত বিজ্ঞান বই প্রকাশের জন্য দ্য ম্যাসেজ পাবলিকেশন্সকে অভিনন্দন জানান এবং আগামীতে এমন আরও উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।