আরিফুর হমান, মাদারীপুর
মাদারীপুর জেলার শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে জান্নাতুল আক্তার(১৬) নামে নিখোঁজ তরুনীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ ও তার স্বজনেরা। গতকাল সোমবার ভোরে উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার দুপুরে ফুপাতো বোনকে নিয়ে গোসল করতে এসে স্রোতে তলিয়ে যায় জান্নাতুল। জানা গেছে, সোমবার সকালে চরকামারকান্দি এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর দিলে নৌপুলিশ এবং নিহতের স্বজনেরা ঘটনাস্থলে আসে। লাশ উদ্ধারের পর সনাক্ত করে পরিবারের লোকজন। এদিকে মরদেহ পাওয়ার পর শোকের মাতম ওঠে। নিহত জান্নাতুল উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। গত শুক্রবার নদের পাড় সংলগ্ন চরশ্যামাইল এলাকায় ফুপু বাড়িতে বেড়াতে আসে জান্নাতুল। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্রী ছিল। নিহতের পরিবার জানান, ‘গত শনিবার দুপুর ২ টার দিকে ফুপু বাড়ি থেকে ফুপাতো বোন তাবাসসুমকে(৭) নিয়ে পাশের আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায় জান্নাতুল। সাঁতার না জানায় নদের পাড়েই পানিতে নেমে গোসল করতেছিল। গোসল করার সময় অসর্তক অবস্থায় ঢেউ ও স্রোতে ভেতরে চলে যায়। এসময় তাবাসসুম হাত টেনে ধরলেও স্রোতের টানে ধরে রাখতে পারেনি। পরে বাড়ি গিয়ে খবর দিলে আশেপাশের লোকজন এসে খোঁজাখুজি শুরু করে। না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে। তবে কোন খোঁজ পায়নি তখন। নিখোঁজের দুইদিন পর সোমবার ভোরে নিহতের মরদেহ ভেসে উঠে ঘটনাস্থল থেকে ৩/৪ কিলোমিটার দূরে। নিখোঁজ তরুনীর চাচা মো. সোহেল বলেন, ‘সোমবার ভোরে পানিতে ভেসে উঠে আমার ভাতিজির লাশ। স্রোতের টানে ভাটিতে চলে গেছিলো। এজন্য শনিবার খুঁজে পাইনি!’ শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রতন শেখ জানান, ‘শনিবার নদীতে নিখোঁজ তরুনীর মরদেহ সোমবার ভোরে নৌপুলিশ নদী থেকে উদ্ধার করেছে।