ePaper

শিখতে নয়, ট্রফি জিততে অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহানরা

ক্রীড়া প্রতিবেদক

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টটিতে মোট ১১টি দল অংশগ্রহণ করবে। পাকিস্তান শাহীনস, নেপাল জাতীয় দলের পাশাপাশি অস্ট্রেলিয়ার রাজ্য দল ও বিগ ব্যাশের দলও অংশ নেবে। প্রতিযোগিতায় ভালো প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।আজ (মঙ্গলবার) মিরপুরে সংবাদ সম্মেলনে সোহান জানান, ‘অবশ্যই দেখেন, অনেকগুলো ভালো দল আছে। পাকিস্তানি দল আছে, নেপাল জাতীয় দল আছে। সবগুলো ভালো দল এবং প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হবে। এই কন্ডিশনে আমাদের জন্য এটা ভালো কিছু করার সুযোগ। একটা ভালো টুর্নামেন্টে যাচ্ছি। যতটুকু দেখেছি, খুব ভালো ভালো দল আছে। অবশ্যই আমাদের জন্য ভালো একটা সুযোগ। এবং অবশ্যই চাইবো যেন ফাইনাল খেলতে পারি ইনশাআল্লাহ।’কেবল অংশগ্রহণ নয়, ট্রফি জেতাই লক্ষ্য সোহানের, ‘লার্নিং প্রসেসের এই জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না। অবশ্যই আমরা শিখতেই আছি, শিখব। তবে মূল লক্ষ্য হওয়া উচিত, ফাইনাল খেলব। টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়—আমাদের সবারই লক্ষ্য ট্রফির দিকে।’

তরুণ খেলোয়াড়দের জন্য এই টুর্নামেন্ট হতে পারে জাতীয় দলের সুবর্ণ সুযোগ। পরে অলরাউন্ডার তোফায়েল আহমেদকে নিয়ে সোহান বলেন, ‘অবশ্যই একটা দলে অলরাউন্ডার থাকে তখন  দল বানানো অনেক সহজ হয়ে যায়। আমাদের পেস বোলিং অলরাউন্ডার জাতীয় দলের জন্য সাইফউদ্দিন আছে, আরো দুই এক জন আছে। এই জায়গায় একটা গ্যাপ আছে আমাদের। তোফায়েলের জন্য অবশ্যই ভালো সুযোগ এখানে ভালো করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *