ePaper

শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রীও শিক্ষা উপকরণ বিতরণ

মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ, ড্রাম সেট ও হুইল চেয়ার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সরাইল উপজেলা পরিষদওপ্রশাসনের আয়োজনে জয়ধরকান্দি আলীম উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোশারফ হোসাইনে’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জয়ধরকান্দি আলীম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো. রফিকুল ইসলাম, মো.কামাল মিয়াএছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সামগ্রী বিতরণকালে অনুষ্ঠানের সভাপতি ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন, প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই বিতরণের মাধ্যমে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং ভালো ফল করার জন্য উৎসাহিত করা হয়। ইউএনও বলেন, মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। সমাজ থেকে মাদক দূর করতে হলে শিক্ষার্থীদের বিকল্প পথে যুক্ত রাখতে হবে, আর ক্রীড়াই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম। তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। হাওর বা প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে এই ধরনের সামগ্রী বিতরণ কার্যক্রমের মূল লক্ষ্য হল, প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দেওয়া এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *