ePaper

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন হবে” সাংবাদিকদের সঙ্গে: জুনায়েদ আল হাবিব

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি সমর্থিত  জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮ টায় সরাইল উপজেলা সদরে মাও. জুনায়েদ আল হাবিবের নির্বাচনী অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, বিএনপির সাথে আমাদের দীর্ঘদিনের  সম্পর্ক রয়েছে। বিএনপি  একটি বড় দল। জোটের ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা দিয়েছেন। হেলথ কার্ডের কথা বলেছেন। শিক্ষার ব্যাপারে তারেক রহমানের  পরিষ্কার বক্তব্য, শিক্ষার আলো আমরা ঘরে ঘরে পৌঁছে দেব। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই। এএলাকার মানুষের সেবা করার সুযোগ পেলে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন হবে। তিনি আরও বলেন, যদি আমি ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারি তবে সরাইল – আশুগঞ্জ’কে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। এক্ষেত্রে আমি সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি। জোটের বিষয়ে বলতে গিয়ে আল হাবিব বলেন, বিএনপির সঙ্গে আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে  সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং জুলুম অত্যাচার সহ্য করেছি সে-ই দিক বিবেচনা করে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে এখানে জোটের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর আগেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন’সহ সাধারণ মানুষের যে সমর্থন এবং ভালোবাসা পাচ্ছি তাতে আমি বিজয়ের ক্ষেত্রে শতভাগ আশাবাদী। আমি দল মত নির্বিশেষে  সকলের সহযোগিতা কামনা করেন খেজুর গাছ প্রতীকের জোটের  প্রার্থী  মাও.জুনায়েদ আল হাবিব।এ সময় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু বলেন,বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও দলের সিদ্ধান্তে জোটের প্রার্থীর সাথে আমরা বিএনপি ঐক্যবদ্ধ আছে। নেতা কর্মীরা ইতিমধ্যে প্রচার-প্রচারণায় মাঠে কাজ করছেন।এলাকা বিএনপির দুর্গ। ইনশাল্লাহ এখানে জোটের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন। জেলা বিএনপির সদস্য মো.আনােয়ার হোসেন মাস্টার বলেন, এই এলাকার মানুষ বিএনপিকে ভালোবাসে। কোন ব্যক্তিকে ভালোবাসে না। এ আসনে বিএনপি কোন সময় ফেল করে নাই।তিনি আরও, দল  বিশ্বাসঘাতকতা করে নাই “সে বিশ্বাস ঘাতকতা করেছে।। দল থেকে সে যা পেয়েছে তা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। বিএনপি তাকে এমপি বানিয়েছিল। এখন বড় বড় কথা বলে। বিএনপির ঐক্যবদ্ধ আছে। ইনশাল্লাহ জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব  বিজয়ী হবেন।সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর বলেন,গত ১৭ বৎসর মাওলানা জুনায়েদ হাবিবের উপর যে অত্যাচার নির্যাতিত হয়েছেন। বিএনপি তার সঠিক মূল্যায়ন করেছেন। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন খেজুর গাছ মার্কা ভোট দিয়ে তাকে জয় যুক্ত করা আমাদের সকলের দায়িত্ব। এই আসন থেকে বিএনপি  জোট কোন সময় ফেল করে নাই। তিনি বলেন,দলের সিদ্ধান্ত মেনে জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব কে  বিজয় করবেন। ইনশাআল্লাহ। এ সময়  মতবিনিময় সভায় বিএনপি  সমর্থিত জোটের নেতা, উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *