ePaper

শিক্ষার মান উন্নয়নে সরাইলের বিদ্যালয়ে ছুটছেন ইউএনও

মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল

হাতে সময় পেলেই তিনি ছুটে যান কাছের বা হাওরের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে। প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে ঢুকে পড়েন কোনো ক্লাসে। শুরু করেন পাঠদান। একজন পেশাদার শিক্ষকের মতোই শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে মজার সব গল্পের মাধ্যমে শিক্ষাদানে বেশ পটু তিনি। শুধু পড়ানোর ক্ষেত্রে নয়, শিক্ষা ব্যবস্থার উন্নতিতেও নিরলস কাজ করে যাওয়া ওই ব্যক্তি হলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। গতকাল সোমবার শিক্ষার মান উন্নয়নের লক্ষে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিতে ছুটে যান। এমন করে উপজেলার প্রত্যেকটি স্কুলে পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পাঠদানের উৎসাহ দিচ্ছেন ইউএনও মো. মোশারফ হোসাইন। শিক্ষার মান উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে রয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষকদের সাথে মতবিনিময়, শিক্ষার্থীদের উৎসাহিত করা, অভিভাবকদের সাথে আলোচনা এবং শিক্ষার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা। সরাইল উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও সরকারিভাবে গৃহিত সকল উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। যুগপযোগী পাঠদানে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ইউএনও মো. মোশারফ হোসাইনে’র প্রচেষ্টা ও দিকনির্দেশনায় এরই মধ্যে বদলে গেছে উপজেলার শিক্ষার চিত্র এবং সুফল পেতে শুরু করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরেজমিন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন যোগদানের পর থেকেই শিক্ষার গুণগত মান নিশ্চিত করণের চেষ্টা শুরু করেন। শিক্ষায় সরকারিভাবে গৃহিত সকল উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, প্রয়োজনীয় সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান করে আসছেন। এলাকার সুধীজন, অভিভাবক, শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষার মানোন্নয়নে গ্রহণ করেন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এর অংশ হিসেবে শিক্ষকদের মাসিক সভায় নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করে তুলেছেন। এছাড়া তিনি শিক্ষা সহায়ক পরিবেশ তৈরিতেও দিক নির্দেশনা প্রদান করেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, জাতিকে উন্নত করতে শিক্ষার কোনো বিকল্প নেই, তাই মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ অত্যন্ত প্রয়োজন। যদি সফলভাবে প্রতিটি শিক্ষার্থীর মাঝে শিক্ষার চেতনা এবং শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করা যায় তাহলেই সাধিত হবে প্রভূত উন্নয়ন। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অত্যন্ত জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *