নিজস্ব প্রতিবেদক
রাজধানীর প্রাণকেন্দ্রে এক হাজার একর জমিতে গড়ে উঠছে আধুনিক আবাসন প্রকল্প ‘আশিয়ান সিটি’। দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান গ্রুপ এই প্রকল্প বাস্তবায়ন করছে দক্ষিণখানের কাওলায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে হাজি ক্যাম্পসংলগ্ন এলাকায়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডজুড়ে বিস্তৃত এই প্রকল্পে এখনই বাড়ি নির্মাণের উপযোগী তিন, পাঁচ ও দশ কাঠার প্লট পাওয়া যাচ্ছে। পাশাপাশি শিক্ষা অবকাঠামো নিশ্চিতে প্রকল্প এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গা রাখা হয়েছে। আশিয়ান গ্রুপ জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ প্রকল্পটি শেষ হবে। জমির দাম আকাশচুম্বী হয়ে যাওয়ায় সাধারণ মানুষের জন্য নিজের বাড়ির স্বপ্ন পূরণ কঠিন হয়ে পড়েছে। সেই বাস্তবতায় ‘আশিয়ান সিটি’ প্রকল্প সব শ্রেণি-পেশার মানুষের সাধ ও সাধ্যের মধ্যে পরিকল্পিত আবাসন গড়ে তোলার সুযোগ তৈরি করছে। রাজউক প্রণীত ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনার আওতায় অৎবধ ঝঃৎঁপঃঁৎধষ চষধহ-এ ঝচত (২) জোনভুক্ত এলাকায় অবস্থিত এই প্রকল্পে নগর পরিকল্পনা, স্থাপত্য নকশা ও পরিবেশ সংরক্ষণের সব নিয়মনীতি অনুসরণ করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত রয়েছেন দেশের খ্যাতনামা স্থপতি, প্রকৌশলী, নগর-পরিকল্পনাবিদ ও পরিবেশবিদরা।
আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা চাইছি এমন একটি আবাসিক প্রকল্প তৈরি করতে, যেখানে সাধ ও সাধ্যের মধ্যে সবাই নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন। আশিয়ান সিটি সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে। তিনি আরও বলেন, প্রকল্পটিকে আমরা শুধু একটি আবাসন উদ্যোগ হিসেবে দেখছি না। এখানে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অবকাঠামোর পূর্ণাঙ্গ পরিকল্পনা করা হয়েছে, যাতে এটি একটি টেকসই নগরী হিসেবে গড়ে উঠে।
