মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহ মুহাম্মদ আবু জাফর। তিনি সাংবাদিকদের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ্য শাহ মুহাম্মদ আবু জাফর বলেন, ফরিদপুর-১ নির্বাচনি এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তবে সম্প্রতি তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। এ অবস্থায় তিনি ঢাকায় গিয়ে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন। প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে জানান, বর্তমান শারীরিক অবস্থা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের মতো কঠিন ও পরিশ্রম সাধ্য কার্যক্রমে অংশ নেওয়া তার জন্য ঝুঁকিপূর্ণ এবং অনুচিত। চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করে জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার নেতাকর্মী, সমর্থক, হিতাকা্ক্ষংী ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি আরও বলেন, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে যে কোনো ভালো কাজ, জনকল্যাণমূলক ও ধর্মীয় কর্মকান্ডে এবং এলাকা ও জনগণের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন ইনশাআল্লাহ। শেষে শাহ মুহাম্মদ আবু জাফর দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করে বলেন, “সত্যের জয় হোক, জনতার জয় হোক।
