ePaper

শামীম আহবায়ক-খসরু সদস্য সচিব পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবন কমিটি গঠন সভা অনুষ্ঠিত

রিপন মাহমুদ, পিরোজপুরঃ

সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগন অঞ্চল সমূহের দূষন মুক্ত করার লক্ষে পিরোজপুরে জার্নালিজম (জবফঁপরহম ঢ়ড়ষষঁঃরড়হ ধহফ রসঢ়ৎড়ারহম ভযব বপড়ষড়মু ড়ভ ঃযব ঝঁহফধৎনধহং সধহমৎড়াব ভড়ৎবংঃং ধহফ ঃযবরৎ ুড়হবং ড়ভ রহভষঁবহপব ইধহমষধফবংয) ফর সুন্দরবন কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি এস.এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন, বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর’র পরিচালক শাহাদত হোসেন বাচ্চু। প্রকল্প সমন্বয়কারী শুভাশীষ ভট্টাচার্য্য এর সঞ্চালনায় বক্তৃতা করেন, সুন্দরবন সাংবাদিক ফোরামের আহবায়ক মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাব সাধারন সম্পাদক এস.এম.তানভীর আহম্মেদ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, খেলাফত হোসেন খসরু, ওয়াদি হাসান বাবু, রূপান্তরের কর্মকর্তা সাহিদাবানু সোনিয়া, শফিকুল ইসলাম মিলন, হাসান মামুন, রফিকুজ্জামান আবির, আনোয়ার হোসেন, ইসরাত জাহান মমতাজ প্রমূখ। পরে এস.এম রেজাউল ইসলাম শামীম আহবায়ক, খেলাফত হোসেন খসরু সদস্য সচিব, শফিকুল ইসলাম মিলন, আনোয়ার হোসেন এবং রফিকুজ্জামান আবিরকে যুগ্ম আহবায়ক করে ২৬ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। সুন্দরবন ও তার সংলগন অঞ্চল সমূহের পলিথিন ও প্লাষ্টিক বর্জ্যরে দূষন মুক্ত করার লক্ষে বিস্তারিত আলোচনা মতামত ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *