ব্যুরো চিফ,ফরিদপুর:
শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় কমিটির সকল সদস্যগণের সিদ্ধান্তক্রমে ও কমিটির সভাপতি মোঃ মিরাজ শিকদারের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টা হয়েছেন ডা. জোবাইদা রহমান ও সিনিয়র উপদেষ্টা হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। এছাড়া বাকি উপদেষ্টারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুগ মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রকৌশলী ইশরাক হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুক্তরাষ্ট্রের সভাপতি আব্দুল মালেক, বিএনপির গাইবান্ধা জেলার সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, বিএনপির ঢাকা মহানগর দক্ষীনের আহ্বায়ক রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিএনপি ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী ও বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি সুবাস সাহা।
