ePaper

লেনদেন ছাড়িয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা-ই-ব্যাংকিংয়ে নতুন গ্রাহক বেড়েছে পৌনে ৩ লাখ

জ্যেষ্ঠ প্রতিবেদক

দেশে ইন্টারনেট ব্যাংকিংয়ে ধারাবাহিকভাবে বাড়ছে লেনদেন। একইসঙ্গে বাড়ছে গ্রাহক সংখ্যা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের জুন মাসে লেনদেন হয় ১ লাখ ৪ হাজার ৯৩৫ কোটি টাকা। জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১৩ হাজার ৪৭০ কোটি টাকায়। অর্থাৎ এক মাসে ই-ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ৮ হাজার ৫৩৫ কোটি টাকা।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রাহকের সংখ্যাও বেড়েছে। জুনে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী গ্রাহক ছিলেন ১ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৫৬৩ জন। জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ৪২ হাজার ৫৯৪ জনে। এক মাসে নতুন করে যুক্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজারের বেশি গ্রাহক। জুনে লেনদেনের সংখ্যা ছিল ১ কোটি ৮৩ লাখ ৫ হাজার, জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৩ লাখ ৬১ হাজারে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, তথ্যপ্রযুক্তির অগ্রগতি ও গ্রাহকদের অভ্যাসের পরিবর্তনের ফলে অনলাইন ব্যাংকিং দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এখন গ্রাহকেরা ঘরে বসেই টাকা স্থানান্তর, বিল পরিশোধ, টিকিট কেনা, কার্ডের বিল মেটানোসহ নানা সেবা নিচ্ছেন। এতে ব্যাংকে যাওয়ার ঝামেলা কমেছে। দেশের ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে সবচেয়ে বেশি লেনদেন হয়। এককভাবে এই ব্যাংকের গ্রাহকেরাই দেশের মোট ইন্টারনেট ব্যাংকিং লেনদেনের প্রায় অর্ধেক সম্পন্ন করেন। এরপর রয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাস পে, সিটি ব্যাংকের সিটি টাচ, ব্র্যাক ব্যাংকের আস্থা, ইস্টার্ন ব্যাংকের স্কাই ব্যাংকিংসহ অন্যান্য ব্যাংকের অ্যাপস। করোনার পর থেকে ব্যাংকিং সেবায় বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে চেক জমা দিলে টাকা পেতে কয়েকদিন সময় লাগত, কুরিয়ারে টাকা পাঠানো ছিল সাধারণ বিষয়। এখন প্রায় ৮০ লাখ গ্রাহক নিয়মিত ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসনির্ভর সেবা নিচ্ছেন। ব্যাংকারদের আশা, আগামী দিনে এই প্রবৃদ্ধি আরও বাড়বে এবং নগদ টাকার ব্যবহার আরও কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *