বাবুল মিয়া, সুনামগঞ্জ
সুনামগঞ্জে ধোপাজান বালু মহালে লিমপিড কোম্পানির বিরুদ্ধে ৫ কোটি টাকার বালু লুটের মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন সুনামগঞ্জ জেলা শহরের দক্ষিণ আরপিননগর এলাকার বাসিন্দা মৃত ইব্রাহীম আলী ওরফে ইব্রাহিম মিয়ার ছেলে মো. গোলাম হোসেন। মামলা সূত্রে জানা যায়, বিশ্বম্ভপুর উপজেলার অন্তর্গত রতারগাঁও মৌজাস্থিত জে, এল নং- এস, এ ১১, দাগ নং এস, এ ১০৯২, পরিমাণ -০২.৪০ শতক ধোপাজান নদীর তীরবর্তী বাদীর পিতার খরিদা ভূমি থেকে অবৈধভাবে লিমপিড কোম্পানির স্থানীয় প্রতিনিধি সহ গং লোকজন স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের সহায়তায় ড্রজার দিয়ে সিলিকা বালু চোরাইভাবে উত্তোলন করে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেয়। বাদী মো. গোলাম হোসেন উক্ত সংবাদ জানতে পেরে তাদের মালিকানাধীন ভূমি থেকে বালু উত্তোলন না করার জন্য বাধা নিষেধ দিলে বাদীকে মাইরপিট করার হুমকি প্রদর্শন করে লিমপিড কোম্পানির স্থানীয় প্রতিনিধি সহ গং লোকজন। বাদী গোলাম হোসেন এই মর্মে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিশ্বম্ভপুর কোর্টে উক্ত বিষয়ে দঃ বিঃ ৩৭৯/৪২৭/৫০৬ (।। )/৩৪ ধারা দায়ের করা হয়। মামলাটি সি, আর-৩৯৪/২৫ইং হিসেবে আমলে নেওয়া হয়। সিনিয়র জুডিসিয়াল বিশ্বম্ভরপুর ৩য় আদালতের বিচারক মো. এমদাদ আমলে গ্রহণ করেন। বাদীপক্ষের এডভোকেট মো. নাজমুল হুদা হিমেল বলেন, আমরা আদালতে আজকে মামলাটি দায়ের করার পর মাননীয় আদালত অভিযোগের বিষয় আমলে নিয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ বরাবরে তদন্তের নির্দেশ প্রদান করেছেন। আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের বিষয়টি উদঘাটিত হবে।
