মোহাম্মদ আলী, ভোলা
লালমোহন পৌরসভার বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ। মঙ্গলবার সকালে পৌর এলাকার প্রধান সড়ক ও জনবহুল স্থানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী দোকানপাট, বেআইনি কাঠামো ও ফুটপাত দখল করে রাখা সামগ্রী অপসারণ করা হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও স্থানীয় পুলিশের একটি বিশেষ টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তারা উচ্ছেদ কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতা করেন এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইউএনও শাহ আজিজ বলেন, “ফুটপাত মূলত সাধারণ মানুষের জন্য। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ও দখলদাররা ফুটপাত দখল করে ভোগান্তির সৃষ্টি করছিল। সাধারণ মানুষকে স্বস্তি ফেরাতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয়রা জানান, ফুটপাত দখলমুক্ত হওয়ায় পথচারীদের চলাচল এখন অনেক সহজ হবে।
