লিয়াকত আলী, লালমনিরহাট
ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ – বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার প্রতিষ্ঠান মাঠে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাটের সহ-সভাপতি ও লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক লে. কর্ণেল শাহ মো. শাকিল আলম প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় স্বাগত বক্তব্য দেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাটের অধ্যক্ষ মো. সেকেন্দার আলী। এসময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।