ePaper

লালমনিরহাটে ‘অধিকার এখানে, এখনই প্রকল্প’র  সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন যুব প্রশিক্ষণ

লিয়াকত আলী, লালমনিরহাট

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন পেতে যুব গোষ্ঠীকে সক্ষম করে গড়ে তুলতে ‘অধিকার এখানে, এখনই প্রকল্পের  জেলা পর্যায়ে দুইদিনের এক সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন যুব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় জেলা সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে  গতকাল বুধবার (২৬ফেব্রুয়ারি) ওই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন, ব্র্যাক অধিকার এখানে, এখনই’ প্রকল্পের রংপুর এরিয়া কোঅর্ডিনেটর মাধুরী সূত্রধর। অতিথি ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আঃ সালাম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা  আরিফ আলী সরদার। প্রশিক্ষণ অনুষ্ঠানে ব্র্যাকের অধিকার এখানে, এখনই প্রকল্পের ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার দিপংকর রায়সহ প্রকল্পের ৬টি ইয়ুথগ্রুপের  ২৪জন যুব প্রতিনিধি অংশগ্রহন করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সংগঠনকে স্থায়ী সংগঠন হিসাবে গড়ে তুলতে উৎসাহ পাবে। ইয়ুথরা সমাজ পরিবর্তনকারী হিসেবে গড়ে উঠবে। সংগঠন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোথায় জমা দিতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে, সংগঠন নিবন্ধন করা হলে ভবিষৎ পরিকল্পনা ও পরিচালনা করতে হয় এই সম্পর্কে ধারনা লাভ করবে।  সাংগঠনিক উন্নয়ন প্রশিক্ষনের মাধ্যমে ইয়্যুথদের দক্ষতা বূদ্ধি, যুব উন্নয়ন ও ইয়ুথদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হবে এবং প্রাপ্ত স্বীকূতিস্বরুপ সামাজিক কল্যানে কাজ করার উৎসাহ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *