ePaper

লামায় ইটভাটা রক্ষায় তৃতীয় দিনের মতো শ্রমিকদের অবস্থান কর্মসূচি

ফয়সাল আলম সাগর, কক্সবাজার ভ্রাম্যমাণ প্রতিনিধি

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের অভিযানের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো চলছে শ্রমিক-স্থানীয় জনতার অবস্থান কর্মসূচি। গতকাল মঙ্গলবার  সকাল থেকে ফাইতং বাজারে হাজারো মানুষ সাদা পট্টি মাথায় ও কাফনের কাপড় পরে রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। উপস্থিৎ স্থানীয়রা জানান, পাহাড়ি ও বাঙালি মিলিয়ে প্রায় ৫–৬ হাজার নারী-পুরুষ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। অবস্থানকারীরা জানান, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে ইটভাটা ভেঙে দিলে তারা জীবিকা হারাবে। তাই যে কোনভাবেই পরিবেশ অধিদপ্তরের স্পেশাল টিমের অভিযান প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তারা। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করায় এলাকাজুড়ে প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, “সকাল থেকেই কাপনের কাপড়, ব্যানার-ফেস্টুন নিয়ে কয়েক হাজার মানুষ অবস্থান করছে। পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ।”

এদিকে ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযানে বাধা দেওয়ায় লামা থানায় মামলা হয়েছে। পরিবেশ অধিদপ্তর বান্দরবানের উপপরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন বাদী হয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক (২৫)-সহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

গত রবিবার (১৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলামের নেতৃত্বে অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় শ্রমিকরা কাফনের কাপড় পরে সড়কে শুয়ে প্রতিবাদ জানান এবং রাস্তা অবরোধ করে মানববন্ধন করেন।বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রেজাউল করিম বলেন, “বিশেষ টিমকে বাধা দেওয়ার ঘটনায় আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।”এদিকে ফাইতং ছাড়াও লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা থেকে কাঁঠালছড়া রাস্তায় আরও সহস্রাধিক মানুষ দুইটি ইটভাটা রক্ষায় অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *