ePaper

লাইসেন্সহীন ও প্রশিক্ষণহীন সেবায় ধরা, বসুরহাটে দুই হাসপাতালকে জরিমানা

প্রতিনিধি, কোম্পানীগঞ্জ ( নোয়াখালী ):

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এলাকায় বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকাইয়া বিনতে কাসেমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুইটি প্রাইভেট হাসপাতালকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে প্রাইভেট হাসপাতালগুলোতে লাইসেন্স নবায়ন না থাকা, প্রশিক্ষণহীন স্টাফ দিয়ে সেবা প্রদান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা, ব্যবহৃত চিকিৎসা সামগ্রীর সঠিক সংরক্ষণে ব্যর্থতা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনসহ একাধিক অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধের দায়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকাইয়া বিনতে কাসেম বলেন, “হাসপাতালের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে অনিয়মের কোনো সুযোগ নেই। রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”অভিযানে সহযোগিতা করেন পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বসুরহাট এলাকার কিছু বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিয়মকানুন উপেক্ষা করে পরিচালিত হচ্ছিল। প্রশাসনের এ পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসন জানায়, নিয়মভঙ্গকারী প্রাইভেট হাসপাতালগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *