ePaper

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত আনোয়ার হোসেন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ খ্রিস্টাব্দ উপলক্ষে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) হিসেবে মনোনীত হয়েছেন রামগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন। শিক্ষা ক্ষেত্রে অবদান ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদা পূর্ণ সম্মাননায় ভূষিত করা হয়। তিনি দীর্ঘ চার বছর বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রামে সুনামের সঙ্গে শিক্ষকতা করেন। পরবর্তীতে ৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৮ সাল থেকে অদ্যাবধি রামগঞ্জ মধুপুর ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়ে নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য, মো. আনোয়ার হোসেনের জন্ম ১৯৮৭ সালে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিষয়ে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে এমএস ডিগ্রি লাভ করেন।

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি তাঁর পরিবার, সহকর্মী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন সহকর্মী শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণাই আমাকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জনে সবচেয়ে বেশি সহায়তা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *