পাবনা প্রতিনিধি: ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র ফকিরের বটতলায় দাবি আদায়ের নামে পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল মানববন্ধন আজ বৃহস্পতিবার ১৫ মে অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিনের সভাপতিত্বে সকাল দশটায় পথসভা ও মানববন্ধনে লিখিত বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, এস এম আলমগীর, আমিনুর রহমান স্বপন, আবু সায়ীদ লিটন, ইমরুল কায়ের সুমন, রফিকুল ইসলাম রকি, আনোয়ার হোসেন জনি, রফিকুল ইসলাম নয়ন, শামীম আরা সাথী ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ইব্রাহিম হোসেন। বক্তারা বলেন, বিগত কিছুদিন ধরে নির্মানাধীন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এনপিবিসিএল-এ কর্মরত কতিপয় কর্মকর্তা ও কর্মচারী দাবি আদায়ের নামে প্রকল্প এলাকায় বিক্ষোভ সমাবেশ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যা ইতোমধ্যেই দেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ সহ আন্তর্জাতিক অংগনে ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় প্রকল্প চালু করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। যেকারণে ঈশ্বরদীবাসির দির্ঘদিনের স্বপ্নের প্রকল্পকে বন্ধ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজ নামতে বাধ্য হয়েছি। তারা আরো বলেন, আমরা যতদূর জানি এমনিতেই নানা কারণে প্রকল্প হতে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের কাজ অনেক পিছিয়ে গেছে। এই মুহূর্তে ৯৪ ভাগ কাজ শেষ হয়েছে। চলতি মাসেই গ্রিডের সঞ্চালন কাজ শেষ হওয়ার কথা। এরপর ডিসেম্বরে স্টাটআপ করার কথা। এই অবস্থায় প্রকল্প এলাকায় বিক্ষোভ – সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা অশুভ সংকেত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশেষ করে স্পর্শ কাতর পরমাণু প্রকল্পের নিরাপত্তা নিয়ে বিশ্ব দরবারে প্রশ্নের সৃষ্টি হয়েছে। গত ফ্যাসিস্ট সরকারের আমলে এনপিবিসিএল- এ প্রায় দুই হাজার কর্মকর্তা – কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। যোগ্যতা থাকা সত্ত্বেও এ সময় বিরোধীদলের কাউকে নিয়োগ বা যোগদান করতে দেয়া হয়নি। এ বিষয়টির সুষ্ঠ তদন্ত করতে এবং ফ্যাসিষ্টদের দোসর যারা রয়েছে তাদের চিহ্নিত করতে হবে। আন্তর্জাতিক স্পর্শকাতর গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে রুপপুর প্রকল্প সার্বক্ষণিক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নজরদারিতে থাকে। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আন্দোলন, সমাবেশ বিশ্বে নজিরবিহীন ঘটনা। প্রকল্প এলাকায় নিরাপত্তার শর্ত ভেঙ্গে মিছিল সমাবেশ করে আন্দোলনকারীরা শুধু চরম দায়িত্বজ্ঞানহীন কাজই করেননি, প্রকল্পের অগ্রগতি ও পরবর্তী ধাপেরজীবন নামের রেল গাড়ি আইএইএ এর লাইসেন্স প্রাপ্তিও হুমকিতে ফেলেছে। রুপপুর প্রকল্প ঘিরে রাশিয়ানসহ বিদেশীদের আগমনে ঈশ্বরদীর আর্থ সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে।
Related News
পাবনায় বিএনপির প্রচারণায় ব্যবহার হচ্ছে দু:স্থদের জিআর প্রকল্পের চাউল
- Sahin Alom
- July 2, 2025
- 0
শারিফা আলম শিমু, পাবনা পাবনায় সরকারি জিআর (গভর্নমেন্ট রিলিফ) প্রকল্পের আওতায় বরাদ্দকৃত চালের ব্যাপক অপব্যবহারের অভিযোগ উঠেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই চাল দলীয় ব্যানার […]

বিড়ির শুল্ক ও আয়কর প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন
- Sahin Alom
- May 27, 2025
- 0
শারিফা আলম শিমু, পাবনা ঢাকা সেনানিবাস আবাসিক এলাকা থেকে বিএটি’র অবৈধ সিগারেট ফ্যাক্টরী অপসারণ, বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি […]
এলজিইডির পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মমিন সমাজির খুঁটির জোড় কোথায়?
- Sahin Alom
- June 1, 2025
- 0
শারিফা আলম শিমু, পাবনা: সীমাহীন দূর্নীতি, স্বজনপ্রীতি, সরকারী সম্পদের অপব্যবহার, কর্তব্য কাজে ফাঁকি ও দীর্ঘদিন হেডকোয়টার ক্যাম্পসে অবস্থান না করেও বহালতবিয়তে সরকারী বেতন-ভাতা নিয়ে যাচ্ছেন […]