মো. শাহজাহান মিয়া (নারায়ণগঞ্জ) রূপগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৫–২৬ অর্থবছরের জন্য ১৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ২২৫ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৭৭৫ টাকা। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে বাজেট ঘোষণা করেন উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। সভায় ইউএনও বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ প্রতিটি খাতে সমতা রেখে বাস্তবমুখী ও জনমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে।’ বাজেট সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, পূর্বাচল ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার তাসবির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার, শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা।সভায় স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা রূপগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে মতামত দেন।