ePaper

রূপগঞ্জে হামির উদ্দিন সাউদ বিদ্যানিকেতনে বই বিতরণ উৎসব সম্পন্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) মোঃ শাহজাহান মিয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান হামির উদ্দিন সাউদ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব আজ ১ জানুয়ারি, ২০২৬  বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে শিক্ষার প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকারের প্রতিফলন ঘটে। বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ মোঃ হানিফ সাউদ। এ সময় তিনি বলেন, “শিক্ষার আলোয় আলোকিত জাতি গঠনের প্রথম ধাপ হলো শিক্ষার্থীদের হাতে সময়মতো নতুন বই পৌঁছে দেওয়া। আজ আমরা শুধু বই দিচ্ছি না, আমরা দিচ্ছি জ্ঞানের চাবিকাঠি, ভবিষ্যতের স্বপ্ন।”অনুষ্ঠানে বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রেণি অনুযায়ী শিক্ষার্থীদের হাতে রঙিন নতুন বই তুলে দেওয়া হয়। বই পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মুখে উচ্ছ্বাস ও আনন্দের আভা দেখা যায়। প্রধান শিক্ষক শায়লা শারমিন জানান, সরকারের বিনামূল্যে বই বিতরণের পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহায়ক শিক্ষা উপকরণও সরবরাহ করেছে। এতে করে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি বাড়তি জ্ঞান অর্জন করতে পারবে বলে তিনি উল্লেখ করেন। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান সোহানা ও উসরাত জাহান শিফা আনন্দের সাথে বলে, “নতুন বইয়ের গন্ধই আলাদা। নতুন বই পেয়ে আরও বেশি পড়াশোনায় মনোযোগী হওয়ার অনুপ্রেরণা পেয়েছি।” শিক্ষার সুযোগ সবার জন্য সমানভাবে নিশ্চিত করতেই এই আয়োজন করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা গান ও কবিতা পরিবেশন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *