ePaper

রূপগঞ্জে মাদক-চাঁদাবাজি-সন্ত্রাস বিরোধী রোডমার্চ ও শহীদের কবর জিয়ারত

মো. শাহজাহান মিয়া (নারায়নগঞ্জ) রূপগঞ্জ

স্থানীয় যুব সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকদের ব্যানারে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ ও সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে এক ঐক্যবদ্ধ রোডমার্চ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে রূপগঞ্জ গাউসিয়া প্রধান বাড়ি সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে এই পদযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। “শামিল হোন, ঐক্যবদ্ধ হোন, মাদক-সন্ত্রাস মুক্ত রূপগঞ্জ গড়ুন” Ñ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত রোডমার্চে শতাধিক অংশগ্রহণকারী স্লোগান সম্মলিত টি শার্ট পড়ে শান্তিপূর্ণভাবে মিছিল করেন। মিছিলে রিপাবলিক পার্টি (বিআরপি)’র প্রধান উপদেষ্টা সেলিম প্রধান এর নেতৃত্বে বক্তারা মাদকের ভয়াবহতা, চাঁদাবাজির অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। সেলিম প্রধান তার বক্তব্যে বলেন, “রূপগঞ্জকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ এলাকা গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রশাসনের সহযোগিতা চাই, যাতে কোনো মাদক কারবারী, চাঁদাবাজ বা সন্ত্রাসী এখানে আশ্রয় না পায়। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় এটাই সময়।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত শতাধিক কর্মকর্তা স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সক্রিয় তরুণরা। তারা মাদকের সহজলভ্যতা বন্ধ, চাঁদাবাজি রোধে টহল বাড়ানো এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। রোডমার্চ শেষে রূপগঞ্জকে একটি নিরাপদ ও উন্নত এলাকায় পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই সামাজিক ব্যাধিগুলো রোধে জরুরি ও কার্যকরী পদক্ষেপের দাবি জানান। এই আন্দোলনকে ধারাবাহিক রাখারও ঘোষণা দেন সেলিম প্রধান। রোডমার্চ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ফারহান ফাইয়াজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে কবর জিয়ারত ও দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *