বাবুল আহমেদ, মানিকগঞ্জ
মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় রাস্তায় বৃষ্টির পানির জলাবদ্ধতায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে আছেন চলাচলকারী হাজারো বাসিন্দা। এ সমস্যার সমাধান দাবি করে শুক্রবার বিকালে স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করের ভুক্তভোগী বাসিন্দারা। এসময় বক্তব্য রাখেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এ্যাড: মুরাদ হোসেন খান, মিজানুর রহমান মিজান, তানজিল আহমেদ, খালেকসহ অন্যান্যরা। সভায় বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পরও প্রায় একযুগ ধরে পাশে বেরিবাধ করার পর থেকে এই রাস্তায় বৃষ্টির পানি জমে বন্যার মতো অবস্থা সৃষ্টি হয়। এতে মসজিদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এই রাস্তা দিয়ে চলাচলকারী হাজারোও মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই, আগামী রবিবারের মধ্যে সমস্যা সমাধানে ব্যবস্থা না নিলে মহাসড়ক অবরোধসহ পৌরসভা ঘেরাও করার হুঁশিয়ারি দেন বক্তারা।
