হামিদুল্লাহ সরকার
নীলফামারী সদর উপজেলার সংগলসী ইউনিয়নের ঢেলাপীর এলাকার প্রতিবন্ধী সেতাব উদ্দিন এর পুত্র মমিনুল ইসলামের বাঁশঝাড়ে বাঁশ পার্শ্ববতী বাড়ির আমিনুল ও তার সাঙ্গোপাঙ্গরা কাটতে থাকলে প্রথমে মমিনুলের মা মনিজা বাধা দিতে গেলে তাকে বিবাদীরা মারপিট করতে থাকে এ সময় মমিনুল তার মাকে রক্ষা করতে গেলে তাকেও মারপিটও যখন করে বিবাদীরা। মমিনুল ও তার পিতা সেতাব উদ্দিন এ প্রতিনিধিকে জানান নীলফামারী সদর উপজেলার সংগলসী ইউনিয়নের প্রতিবন্ধী সেতাব উদ্দিন এর পুত্র মমিনুল ও একই এলাকার আমিনুল ইসলামের দীর্ঘ দিন থেকে জমি নিয়ে বিবাদ চলে আসছিল এরই মধ্যে গত ২০২৩ সালে একটি মামলা দায়ের করেন মমিনুল ইসলাম মামলার নম্বর ৩৪৫ / ২০২৩ ওই মামলায় গত ২০-১১- ২০২৪ রায় পায় মমিনুল । মমিনুল ও মমিনুলের পিতা জানান দীর্ঘ ৩০ বছর থেকে উক্ত জমি ভোগ দখল করে আসছি মামলা করার পর আমাদের পক্ষে রায় হয়েছে তারপরেও আমাদেরকে উক্ত জমিতে যেতে দিচ্ছে না, আমিনুল গঙ্গারা। এরই মধ্যে গত ১৫ আগস্ট বিকেল বেলা বিবাদী আমিনুল ও তার সাঙ্গোপাঙ্গরা আমাদের জমিতে বাঁশ কাটতে যায় এ সময় মনিজা বেগম বাধা দিতে গেলে তারা থাকে মারপিট শুরু করে তার চিৎকারে মমিনুল তাকে রক্ষার জন্য এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে মারপিট ও ধারালো দা দিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের দুজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
