অজয় সাহা, (নরসিংদী) রায়পুরা
নরসিংদীর রায়পুরা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রায়পুরা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মাসুদ রানা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা এ দেশের জন্য কলম দিয়ে যুদ্ধ করেছে। রায়পুরা উপজেলাকে আরও সুন্দর ও মডেল হিসেবে গড়ে তুলতে উপস্থিত সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের মুক্তচিন্তা পত্রিকার সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদীন, রায়পুরা প্রেসক্লাব সভাপতি মো. ফরিদ উদ্দিন, এম নুরউদ্দিন আহমেদ, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি তৌফিকুল হক, রায়পুরা সাংবাদিক ফোরাম সভাপতি মেহেদী হাসান রিপন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল হক, রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক অজয় সাহা, রায়পুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ইত্তেফাক প্রতিনিধি মোস্তফা খান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।