রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ব্যাপক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে চরসুবুদ্ধি, হাইরমারা ও নিলক্ষ্যা ইউনিয়নে যৌথ টহল পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর পক্ষ থেকে নেতৃত্ব দেন রায়পুরা আর্মি ক্যাম্পের মেজর মাহমুদুল হাসান, পিএসসি ও ক্যাপ্টেন শিহাব কবির, এবং পুলিশের পক্ষ থেকে নেতৃত্ব দেন রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর ও রায়পুরা থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রবীর কুমার ঘোষ। যৌথ টহলের খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিলক্ষ্যা ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রায় পুরুষশূন্য হয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য, এলাকায় সক্রিয় দাঙ্গাবাজ ও সন্ত্রাসীরা মেঘনা নদী পাড়ি দিয়ে পার্শ্ববর্তী চরমধূয়া, মির্জারচর ও আলোকবালী ইউনিয়নের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।অভিযান চলাকালে সেনাবাহিনী ও পুলিশের দৃশ্যমান উপস্থিতি স্থানীয় সাধারণ জনগণের মধ্যে জোরালো স্বস্তি ফিরিয়ে আনে। অনেকেই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত করার দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি নিলক্ষ্যা ইউনিয়নের দড়িগাঁও ও গোপিনাথপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলাল মুন্সি গ্রুপ ও নাজিম উদ্দিন মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষে মামুন নামে একজন নিহত হয়। সেই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
