ePaper

রায়পুরায় যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা

অজয় সাহা (নরসিংদী) রায়পুরা

নরসিংদীর রায়পুরা পৌরসভার ব্যস্ততম বাসস্ট্যান্ড বাজার এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রায়পুরা বাসস্ট্যান্ড বাজারের গোলচত্বর মোড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ১০৮ ধারা এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী ৯টি মামলায় মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, পৌর প্রকৌশলী মো. রুবেল সরকার, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল হক, পৌর কর আদায়কারী মো. রোকন উদ্দিন, বাংলাদেশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট লিমিটেড (এনজিও) এর চেয়ারম্যান সাইদুল ইসলাম প্রমুখ। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে বাজার এলাকায় কিছুটা শৃঙ্খলা ফিরে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, জনদুর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *