ePaper

রায়পুরায় মেঘনা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা যাচাই করতে পরিদর্শনে চাইনিজ ইঞ্জিনিয়ারিং টিম

অজয় সাহা, (নরসিংদী) রায়পুরা

নরসিংদীর রায়পুরার পান্থশালা হতে মেঘনা নদীতে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা যাচাই করতে গতকাল বুধবার দুপুরে চাইনিজ সরাকারের ইঞ্জিনিয়ারিং টিম প্রকল্পের জায়গা পরিদর্শন করেন। চাইনিজ ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার জিয়া সাই, প্রকল্প পরিচালক এবাদত আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, রায়পুরা পৌরসভার দুইবারের সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, নরসিংদী জেলা বিএনপি’র সহ সাধারন সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এলাকাবাসী বলেন, রায়পুরার চরাঞ্চল বাসীর দীর্ঘদিনের দাবি এই মেঘনা সেতু। এই মেঘনা সেতু হলে চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের সাথে রায়পুরা সদরের যোগাযোগ সহজ হবে। এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে। অচিরেই একটি সেতু নির্মাণের জন্য চাইনিজ সরকার সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন চাইনিজ ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার জিয়া সাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *