অজয় সাহা, (নরসিংদী) রায়পুরা
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও আগামী প্রজন্মকে প্রকৃতি প্রেমিক হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেয়া হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে হবে ছোটবেলা থেকেই। একটি গাছ শুধু ছায়া বা ফল দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিঃশ্বাস ফেলার সুযোগ তৈরি করে দেয়।” এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। তারা সবাই গাছ রোপণ করে পরিবেশ রক্ষায় অঙ্গীকার করেন। “প্রকৃতি প্রেমিক হয়ে বেড়ে উঠুক আমাদের আগামী প্রজন্মÑসবুজে ছেয়ে যাক আমাদের প্রিয় বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়।