অজয় সাহা, (নরসিংদী) রায়পুরা
রায়পুরায় কৃষি উন্নয়ন ও ফলের পরিচিতি, ফল গাছ রূপনে উদ্বুদ্ধ করণ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে জাতীয় ফল মেলা ২০২৫। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা উপ সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) আমিনুর রহমান, সমাজসেবা অফিসার খলিলুর রহমান সজীব, উপজেলায় সিটি অফিসার তুষার ভট্টাচার্য্য। এ বছরের প্রতিপাদ্য Ñ “দেশি ফল বেশি খায় আসুন ফলের গাছ লাগাই Ñ কে সামনে রেখে মেলাটিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কৃষক, গবেষক, ফলচাষি এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন। প্রদর্শনীতে আম, লিচু, কাঁঠাল, কলা, পেয়ারা, ড্রাগন ফল, মাল্টাসহ ৬০ জাতের ফল স্টলে রয়েছে। উপজেলা কৃষি অফিসার জানান, “ফল আমাদের দেশের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের মেলা কৃষকদের উদ্ভাবনী চিন্তা ও আধুনিক ফলচাষ প্রযুক্তির সঙ্গে পরিচিত করে। মেলা শেষ হবে তৃতীয় দিন শনিবার।