অজয় সাহা (নরসিংদী) রায়পুরা
নরসিংদীর রায়পুরা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রোমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট অ্যান্ড অপটিমাল ইউজেস অব রেমিট্যান্স’ শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সালাহউদ্দিন আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মুন মুন পাল, প্রানীসম্পদ অফিসার মো. কামরুজ্জামান, সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. তৌফিকুল হক, সাধারন সম্পাদক অজয় সাহাসহ আরো অনেকে। আয়োজন করে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (চগট), প্রবাসী কল্যাণ বোর্ড ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রায়পুরা, নরসিংদী। সেমিনারে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডাররা প্রবাসী আয়কে দেশের উন্নয়নে কার্যকরভাবে বিনিয়োগের উপায়, টেকসই উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে প্রবাসী সম্পৃক্ততার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় অংশগ্রহণকারীদের সক্রিয় সহযোগিতায় এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে।
