ePaper

রায়পুরায় জুয়েলার্স ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যার প্রতিবাদে মানববন্ধন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের জুয়েলার্স ব্যবসায়ী প্রাণতোষ কর্মকারের হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর ২০২৫ শনিবার রায়পুরা উপজেলা চত্বর এলাকায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা নিহত প্রাণতোষ কর্মকারের হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দ্রুত সময়ের মধ্যে সকল দায়ী ব্যক্তির গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে ন্যায়বিচারের দাবি জানান। বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।  এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূইয়া ইতু,যুব দলের সদস্য সচিব নূর আহমেদ মানিক,উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান পনির হোসেন, ছাত্রদল নেতা সৈকত আহমেদ,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব মিঠু বর্মন,হিন্দু মহাজোটের সভাপতি শীতল দাস,সাধারণ সম্পাদক নারায়ন দাস,কলেজ শাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুসহ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন স্তরের মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *