রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
রামগঞ্জ উপজেলার নবাগত ইউএনও ফারাশিদ বিন এনামের সঙ্গে রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১লা জানুয়ারী (বৃস্পতিবার) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিক হয়। রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় রামগঞ্জ উপজেলার আইনশৃংখলা রক্ষার স্বার্থে প্রশাসন এবং সাংবাদিক এক ও অভিন্ন হয়ে কাজ করার আহবান জানিয়েছেন রামগঞ্জে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন খালেদ মাহমুদ ফারুক, মোঃ মনির হোসেন বাবুল, মোঃ ইকবাল হোসেন, জাকির হোসেন পাটোয়ারী, মোঃ মাসুদ রানা মনি, বেলায়েত হোসেন বাচ্চু, রহমত উল্যা পাটোয়ারী, সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, শাহ আলম, ওমর ফারুক পাটোয়ারী, হাছানুজ্জামান, রাজু হোসেন, রুবেল হোসেন, কনক মজুমদার প্রমূখ।
